ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত লাকীর অস্ত্রোপাচার আজ

প্রথম সেবা সম্পাদক মন্ডলীর সভাপতির সাহায্যের আশ্বাস

স্টাফ রিপোর্টার॥ দানব ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত একাদশ শ্রেণী ১ম বর্ষের ছাত্রী লাকী আক্তার (১৬) এখন আশষ্কাজনক। ডান পাজরসহ একটি হাত ভেঙ্গে গেছে। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাও তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। চুনারুঘাট পৌর শহরের সৌদি প্রবাসী লুবন ও তার বন্ধুরা মিলে ফেইসবুকে তার চিকিৎসার খরচে আবেদন জানায়। এতে দেশ ও বিদেশের অনেক দানশীল ব্যক্তি চিকিৎসার  সাহাযার্থে এগিয়ে আসার বিষয়ে ফেইসবুক স্টেটাসে এগিয়ে আসেন। এতে প্রায় লক্ষাধিক টাকা উত্তোলন হয়। লাকীর চিকিৎসার সাহায্যার্থে অর্থদানে প্রথম সেবা’র সম্পাদক মন্ডলীর সভাপতি শাহ ছাদেক মিয়া যুক্তরাজ্য থেকে টেলিফোনে এ প্রতিবেদককে জানান। লাকী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফাতেমা হক জানান, দুর্ঘটনায় আহত মেয়েটির ডান পাজর ভাঙ্গা ও মাথায় মারাত্মক আঘাত লেগেছে। ফলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওসমানীতে আজ সোমবার তার অস্ত্রোপাচারের কথা রয়েছে। লাকী চুনারুঘাট পৌর শহরের নোয়ানীগ্রামের বাসিন্দা চুনারুঘাট সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। গত ২৬ অক্টোবর পীরেরগাঁও এক আতœীয়ের বিয়েতে যাতয়ার পথে একটি ট্রাক্টরের চাপায় গুরুতর আহত হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *