চুনারুঘাটে ৩ এমপি’র উপস্থিতিতে আওয়ামীলীগের বর্ধিত সভা

খন্দকার আলাউদ্দিন … হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ- আসনের এমপি এডভোকেট আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। কারণ আওয়ামীলীগের দেশের প্রতি মায়া ও দরদ রয়েছে। আওয়ামীলীগ লুটপাঠে বিশ্বাস করেনা, দেশের টাকা পাচার করেনা। তারা দেশের টাকা উদ্ধার করে দেশে নিয়ে আসে। ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী নবীগঞ্জ এবং শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আরো দেড় হাজার মেঃওয়াট বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রের উদ্বোধন করবেন। যা জাতীয় গ্রিডে যোগ হবে। আমরা হবিগঞ্জবাসী যাতে ঘরে ঘরে গ্যাস এবং  পাই সে দাবী প্রধানমন্ত্রীর কাছে জানাতে হবে। তিনি শনিবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ২৯ নভেম্বর দ্বিতীয় গোপালগঞ্জ হবিগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিনত হবে। দেশের মানুষ কতটুকু ভাল আছে তা আগামী ২৯ তারিখের জনসভায় মানুষ দেখিয়ে দিবে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পিপি এডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এর পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন অসীম চৌধুরী, এডভোকেট সালেহ আহমেদ, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ রশিদ মাষ্টার, আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী, রৌশন খান, যুগ্ন সম্পাদক মোঃ আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক রজব আলী, মোঃ ওয়াহেদ আলী, সজল দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক আবুল খয়ের, মাওলানা তাজুল ইসলাম, আবেদ হাসনাত সনজু চৌধুরী, ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে বক্তব্য রাখেন পৌরসভা এবং ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আগামী ২৯ নভেম্বর হবিগঞ্জে প্রধান মন্ত্রী শেখ হাসিনার মহা-সমাবেশে লক্ষাধিক লোক সমাগমের লক্ষ্যে চুনারুঘাট থেকে ১৫ হাজার লোক অংশ নিবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়া চুনারুঘাটের বিভিন্ন উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী দাওয়া উত্থাপনেরও সিদ্ধান্ত হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *