তিনিই সুদখোর

মাধবপুর প্রতিনিধি … মাধবপুর উপজেলার ভান্ডারুয়া গ্রামে এক সংখ্যালঘু পরিবার কে সুদ খোর ও তার লোকজন হুমকি দিয়ে যাচ্ছে। সুদখোরদের হুমকি ধমকিতে ওই পরিবারের লোকজন এখন আতংকে দিন কাটাচ্ছে। প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গৃহকর্তার স্ত্রী। অভিযোগ সুত্রে জানা  যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রামের সুভাষ চন্দ্র দেবের ছেলে সুমন দেব ১ বছর আগে একই গ্রামের মৃত মস্তব আলীর ছেলে সুদ খোর হিরন আলীর কাছ থেকে হ্যান্ড নোটে স্বাক্ষর দিয়ে  ২০ হাজার টাকা আনে। কিছুদিন পর সুমন সুদ সহ সব টাকা ফেরত দিয়ে দেয়। সম্প্রতি হিরন  আলী জালুয়াবাদ গ্রামের মৃত আঞ্জব আলীর ছেলে ভুয়া ডিড রাইটার মিয়াব আলী কে দিয়ে একটি ভুয়া হ্যান্ড নোট তৈরী করে। যাতে লেখা সুমন সুদ হিসাবে  ৪০ হাজার ও ধার হিসাবে ১২ হাজার টাকা নিয়েছে।  হ্যান্ডনোটে সুমনের পূর্বের স্বাক্ষর জাল করে দেয়া হয়েছে। গত ৩ নভেম্বর বিকালে সুমনের বাবা সুভাষ দেব স্থানীয় গেইটঘর শাহপুর বাজারে ব্যবসা করার জন্য গেলে হিরন আলী ও তার লোকজন সুভাষের কাছে ৫২ হাজার টাকা চায়। এ সময় সুভাষ কিসের টাকা বললে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে হিরন আলীর লোকজন তার উপর আক্রমনের চেষ্টা করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে তাদের কবল থেকে সুভাষ কে উদ্ধার করে। যাবার সময় হিরন আলীর লোকজন হুমকি দিয়ে বলে টাকা না দিলে সুভাষ কে হত্যা করবে। এই ঘটনার পর সুভাষের পরিবারের লোকজন অনেকটা গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। প্রতিকার চেয়ে সুভাষের স্ত্রী মিনা রানী দেব গত বৃহস্পতিবার হবিগঞ্জ পুলিশ সুপার বরাবর ও থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যপারে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শহীদউল্লাহ পিপিএম জানান, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *