দেশের মানুষ এখন আওয়ামীলীগ- বিএনপিকে চায়না-এরশাদ

স্টাফ রিপোর্টার ... সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন দেশের মানুষ শান্তিতে নেই। গুম, খুন, অপহরন, চাদাবাজি, শিশুহত্যা বেড়েছে। মানুষ এখন আওয়ামীলীগ, বিএনপি দুই দল কে চায় না। মানুষ শান্তিতে ঘুমাতে চায়। জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে হবে। জেলে থাকা অবস্থায় আমি সিলেট বিভাগে ৮ টি আসন পেয়েছিলাম সেজন্য আমি সিলেট বাসির কাছে ঋনি। আবার ক্ষমতায় গিয়ে সিলেট বাসির ঋন পরিশোধ করব। সুখে শান্তিতে থাকতে হলে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে নির্বাচিত করতে হবে। ক্ষমতায় যাওয়ার জন্য নেতাকর্মীদের লক্ষ্য ঠিক করতে হবে। এজন্য জাতীয় পাটিকে সুসংগঠিত করে আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, জাতীয় পার্টির আমলে উপজেলা প্রবর্তন করা হয়। জাতীয় পার্টির আমলে দেশের মানুষ স্বর্ণ যুগে ছিল। তিনি রোববার দুপুরে মৌলভীবাজার  যাবার পথে বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার হবিগঞ্জের মাধবপুরে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী কদর আলী মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আক্তার হোসেন মনিরের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসেডিয়াম সদস্য এমএ হান্নান, তাজ রহমান, সুনিল শুভ রায়, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম ভুইয়া, নুরুল ইসলাম নুরু, কেন্দ্রিয় সহ সভাপতি ও হবিগঞ্জ জেলার আহ্বায়ক এমএমএ সোবহান চৌধুরী, জাপা নেতা জালাল উদ্দিন খান, কাজল আহাম্মেদ, এডভোকেট শিবলি খায়ের, উপজেলা যুব সংহতির সভাপতি কাউছার আহাম্মেদ, পৌর জাপার সভাপতি মিজানুর রহমান দুলাল, জাতীয় পার্টির নেতা শেখ শামীম, হাজী আবুল বাশার প্রমুখ। সভায় হেলাল উদ্দিন ও সাদ্দাম হোসেন নূরের নেতৃত্বে শতাধিক ছাত্র পার্টির চেয়ারম্যান এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় ছাত্র সমাজে যোগদান করেন।সিলেট বিভাগে প্রবেশ করার সাথে সাথে শত শত নেতাকর্মী পার্টির চেয়ারম্যানকে ফুল দিয়ে স্বাগত জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *