ধরে পুলিশ, ছাড়ে কে?

মাধবপুর প্রতিনিধি ॥ কৃষক আব্দুল আউয়াল।বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামে। সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম শেষে রাতে ঘুমিয়ে পড়ে। রোববার রাত ১ টা বাজতেই দরজায় কড়া নাড়ে পুলিশ। ঘুম থেকে জেগে পুলিশ দেখে কৃষক আব্দুল আউয়াল অবাক হয়ে পড়েন। রোধে পুড়ে বৃষ্টিতে ভিজে সারাদিন কৃষি পেশায় নিয়োজিত থাকেন তিনি। তার বিরুদ্ধে নেই কোনো অভিযোগ। কিন্তু কাশিমনগর ফাঁড়ির দারোগা কৌশিক তালুকদারের অভিযোগ কমলপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে পঞ্চার্শোধ আব্দুল আউয়াল মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ সংবাদ শুনে প্রতিবেশিরা পুলিশকে বোঝানোর চেষ্টা করে আব্দুল আউয়াল সামান্য একজন কৃষক মাত্র। কিন্তু কিছুতেই দারোগার মন গলেনি। হাতে হাতকড়া লাগিয়ে ফাঁড়ি থেকে নিয়ে আসে থানা হেফাজতে। এ নিয়ে স্থানীয় মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হলে অবশেষে দারগা পিছু হটতে থাকে। তিনি নিজেই জিম্মা নামায় উল্লেখ করেন মাদক ব্যবসায়ী সন্দেহে আব্দুল আউয়াল কে আটক করা হয়। পরে জানতে পারেন তিনি এ ব্যবসার সঙ্গে জড়িত নয়। ভুল তথ্যের ভিত্তিতে থাকে ধরা হয়েছিল। এজন্য তিনি স্থানীয় মেম্বার আব্দু শহীদের জিম্মায় ছেড়ে দিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ বিনা কারনে কৃষক আব্দুল আউয়াল কে আটক করে হয়রানি করা হয়েছে। এ বিষয়টি তারা স্থানীয় সংসদ সদস্য অবহিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়রি হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *