প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর আগমনে হবিগঞ্জবাসীর প্রত্যাশা

প্রথম সেবা রিপোর্ট.আগমনকে ঘিরে হবিগঞ্জের সর্বত্র সাজ সাজ রব। সিলেট জেলার প্রবেশদ্বার মাধবপুর থেকে শুরু করে চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, জগদিশপুর, নোয়াপাড়া, শাহজিবাজার, লস্করপুর, হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ গোলচত্তর, নবীগঞ্জসহ সকল মহাসড়ক ফাড়ি সড়ক ব্রীজ কালর্ভাট গোলচত্তর গুলোকে মান্টি কালার ব্যানার পেঘুন দিয়ে অপরূপ সৌন্দের্যে সাজানো হয়েছে। আওয়ামী লীগ, যুব লীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ ও আদ সংগঠেনের নেতা কর্মীরা সেচ্ছাশ্রমের আওয়মী লীগ আয়োজিত জন সভার জন্য কাজ করে যাচ্ছেন।  আগামী ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউ ফিন্ড ষ্টেডিয়ামে জন সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন দেশনেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ওই জনসভায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট মজিদ খাঁন এমপি, এডভোাকেট মাহবুব আলী এমপি, এমএ মুুনিম বাবু এমপি সংরক্ষিত মহিলা আসমের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সহ আওয়মী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত থাকবেন । এর পূর্বে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০ টায় বিবিয়ানা গ্যাস সম্প্রসারণ প্রকল্প,নবিগঞ্জ,বিবিয়ালী-ধনুয়া ৩৬ ইঞ্চি গ্যাস বিশিষ্ট উচ্চচাপ পাইগ সঞ্চালন লাইন,বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট-০২(৩৪১ মেগাওয়াট) ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক(এন-২) হাইওয়ে হতে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট সংযোগ সড়ক, ফায়ার সার্ভিস ডিফেল স্টেশন, উদ্বোধন করবেন। এছাড়া বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট-০১(দক্ষিণ,৩৮৩ মেগাওয়াট), পারকুল, নবিগঞ্জ বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট-০৩(উত্তর, ৪০০ মেগাওয়াট) পারকুল, নবিগঞ্জ ও বিজনাই ব্রীজ, নবীগঞ্জ (রসুলপুর-রইচগঞ্জ-পানিউমদা রাস্তা ৯০.১০০ মিঃ গার্ডার আরসিসি ব্রীজ নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নামাজ বিরতি পরে বিকালে আধুনিক স্টেডিয়াম, ডায়াবেটিক হাসপাতাল, নাসিং ইনস্টিটিউট, নতুন জেলা পরিষদ অডিটরিয়াম ও কমিউনিটি সেন্টার, জেলা শিল্পকলা একাডেমিক ভবন, হবিগঞ্জ, সার্ভার স্টেশন, আলেয়া জাহির কলেজ, জালালাবাদ জেলা কমাড্যান্ট, আনসার ও ভিডিপি অফিস ভবন উদ্বোধন করবেন। এছাড়া শাহজীবাজার (৩৩০ মেগাওয়াট) কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট হবিগঞ্জ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *