মাধবপুর সীমান্তে কৃষককে ধরে নিয়ে হত্যার পর ফেরত দিয়েছে বিএসএফ

মাধবপুর প্রতিনিধি … মাধবপুর উপজেলার ধমঘর ইউনিয়নের মোহনপুর সীমান্ত থেকে সোহেল মিয়া নামে এক কৃষক কে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ)।বুধবার সকাল ৭ টার দিকে ১৯৯৩ নং সীমান্ত পিলারের নিকট এ ঘটনা ঘটে। সোহেল মিয়া উপজেলার সীমান্তবর্তী আলীনগর গ্রামের কামরুল মিয়ার ছেলে। ৫৫ বর্ডারগার্ড (বিজিবি) ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার ওয়ারেছ হোসেন জানান, বুধবার সকালে সোহেল মিয়া সীমান্ত এলাকায় জমিতে চাষাবাদ করতে গেলে টহলরত ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সোহেল কে ধরে নিয়ে যায়। খবর পেয়ে ধর্মঘর কোম্পানির বিজিবি সদস্যরা এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশি নাগরিক সোহেল কে ফেরত দিতে ভারতের মোহনপুর সীমান্ত ফাঁড়ির বিএসএফের কাছে বার্তা পাঠায়। কিন্তু এখন পর্যন্ত  কে ফেরত দেয়নি। বার বার পতাকা বৈঠকের আহ্বান জানালেও বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে কৃষক সোহেল কে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার পর থেকে সাধারন মানুষ ও তার পরিবারের মধ্যে উদ্বোগ উৎকন্ঠা বিরাজ করছে।  ৫৫ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবির) অধিনায়ক মেজর তারিক মাহমুদ  সত্যতা স্বীকার করে বলেন বাংলাদেশী যুবককে ফেরত পাওয়ার ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আশা করা হচ্ছে পতাকা বৈঠকের মাধ্যমে সোহেল কে ফেরত পাওয়া যাবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *