জকিগঞ্জে গ্রামীণ ফোনের থ্রি জি

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জে আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ফোনের থ্রি জি সেবা চালু হয়েছে।

বুধবার দুপুরে ডাকবাংলো সড়কে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার কেন্দ্রে এ সেবার উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল মালেক ফারুক, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমদ, প্রেসক্লাবের সহ সভাপতি প্রভাষক আল মামুন, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জবাই মিয়া, সাংবাদিক শ্রীকান্ত পাল, এনামুল হক মুন্না, ব্যবসায়ী মুক্তাদির আহমদ চৌধুরী, পৌর যুবলীগ সভাপতি আব্দুস সালাম, ছাত্রনেতা মাসুদ আহমদ, গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজার মীর আবু সায়েম, টেরিটরি অফিসার রতন কুমার সাহা, পালস কমিউনিকেশন অথোরাইজড ডিস্ট্রিবিউটর মো. ফরহাদ হোসেন, স্থানীয় উদ্যোক্তা ইকবাল আহমদ, এবাদুর রহমান প্রমুখ।

বিস্তৃত নেটওয়ার্ক, দ্রুতগতির ইন্টারনেট ও অন্যান্য সুবিধা এখন প্রত্যন্ত অঞ্চল জকিগঞ্জের গ্রামীণ ফোনের গ্রাহকরা উপভোগ করতে পারবেন বলে উদ্যোক্তারা জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *