নবীগঞ্জে যুবদলের বিশাল মানব বন্ধন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছকে কিবরীয়া হত্যা মামলার সম্পুরক চার্জশীটে সম্পৃক্ত করার প্রতিবাদে এবং তার নাম প্রত্যাহারের দাবীতে হবিগঞ্জ জেলা যুবদলের কর্মসুচীর অংশ হিসেবে বুধবার বিকালে নবীগঞ্জে বিশাল মানব বন্ধন কর্মসুচী পালন করেছে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদল।

স্থানীয় নতুন বাজার মোড়ে অনুষ্টিত মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফূ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ,ইউপি চেয়ারম্যান মুক্তাদির চৌধুরী,সহ-সভাপতি নাসির আহমদ চৌধুরী,আব্দুর রহিম,কাউন্সিলর সুন্দর আলী,মাওঃ মোস্তফা আল হাদী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মজিদুর করিম মজিদ,উপজেলা যুবদল সভাপতি এটিএম সালাম,পৌর যুবদলের আহ্বায়ক আব্দুর বাকির চৌধূরী এমরান,সোহেল আহমদ চৌধূরী রিপন,আল হেলাল,আব্দুর রকিব,আব্দুল আহাদ,এমদাদুর রহমান লেবু,হাফিজ আহমদ চৌধূরী,বেলায়েত হোসেন বেলাল,সাজান চৌধূরী,স্বপন আহমদ ডন,একে আজাদ লেবু,বিভূ আর্চায্য,কামরুজ্জাান চৌধুরী,সাহেব আলী,আহমদ ঠাকুর রানা,মিজানুর রহমান জুয়েল,শেখ আবুল কাশেম,খালেদ আহমদ,আবুল কালাম মিঠূ,নাজিউর আহমদ চৌধূরী,ওয়াহিদুজ্জামান জুয়েল,অলিউর রহমান অলি,আব্দুস ছুবান,খোকন আহমদ,মেহেদী হাসান জসিম,শাহ জসিম উদ্দিন,সাইদুর রহমান,মাহিন আলম মহসীন,মাহমুদ আহমদ,মীর বাচ্চু,শামীম আহমদ মনা,আনকার মিয়া,রমিজ আলী,ইউন্নুছ আলী,জফর মিয়া,ছানু মিয়া,আক্তার উদ্দিন,সমুজ মিয়া,হিলাল মিয়া,শেখ স্বপন,জাকির চৌধুরী,জাবেদ চৌধুরী,শেখ কামাল,আনকার মিয়া,হাফিজুর রহমান,কুরুশ মিয়া,সমছু মিয়া,আলী নুর,তোহেল মিয়া,শোয়েব চৌধুরী,সাইদুল হক,ইসমত আলী,কামরুল হাসান,শেখ সেজু মিয়া প্রমূখ।

মানব বন্ধনে বক্তাগণ বলেন,সম্পুর্ণ রাজনৈতিক উদ্যেশ্যে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটে বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত হিসেবে এই অবৈধ সরকার প্রথমে গণ মানুষের নেতা এম ইলিয়াছ আলীকে গুম করে। এখন পরবর্তী কান্ডারী সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জিকে গউছকে কিবরীয়া হত্যা মামলার সম্পুরক চার্জশীটে সম্পৃক্ত করেছে। সরকারের এই নীল নকসা এদেশের মানুষ প্রতিহত করবে। তারা অনতিবিলম্বে তাদেরকে উক্ত চার্জশীট থেকে অব্যাহতি দেয়ার আহ্বান জানান। অন্যতায় বৃহত্তর সিলেটে গণ আন্দোলন গড়ে তোলা হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *