ঘরের শত্র“ বিভীষণ

ইসমাইল হোসেন বাচ্চু॥ বিয়ে-সাদী, নির্বাচন সহ কিছু বৃহৎ সামাজিক অনুষ্ঠান এলেই আপন পর বোঝা যায়। সমাজে কিছু সুবিধাভোগী স্বার্থপর রয়েছে; যারা পরের ক্ষতি ছাড়া কিছুই বোঝেনা। তাদের কাছে আশা-প্রত্যাশা বলতে কিছুই নেই। কথা একটিই প্রতিপক্ষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়া। আর সুবিধাভোগীরা এসুযোগটি কাজে লাগায় বিশেষ করে বিয়ে সাদী আর নির্বাচনে। গল্পটি শুনুন। অযোদ্ধার রাজার পুত্র একজন প্রভাবশালী ও নামী দামি রাজপুত্র। রাজা যে কাজ করতে অক্ষম সে কাজ সারতে রাজপুত্র সক্ষম। ফলে রাজ্যের কিছু প্রভাবশালী উজির-নাজির তার বিরুদ্ধে ক্ষেপতে শুরু করল। তারা ভাবল রাজপুত্রকে কীভাবে সমাজ থেকে বিচ্ছেদ করা যায়। গেল বুদ্ধি রাজা গোপাল ভাঁড়ের কাছে। গোপাল  ভাড় তাদেরকে বুদ্ধি দিয়ে বলল, কাউকে নিস্তেজ করতে হলে হয়; বিয়ে করাও নতুবা নির্বাচনে দাড় করিয়ে সরে দাড়াও। দেখবে একদিকে জনজাল অন্যদিকে ভোটশূন্য। তাই হল। নির্বাচনে পরাজিত হয়ে নামী দামি রাজপুত্র এখন জন বিচ্ছিন্ন। প্রিয় পাঠক। একটু ভেবে দেখুন বর্তমান সমাজেও এমন অবস্থা পরলক্ষিত হচ্ছে কি না। সমাজের কোন অধিপতি কিংবা একজন নিষ্ঠাবানকে কিছু সংখ্যক স্বার্থপর ব্যক্তি নানা প্রলোভনে নির্বাচনে এনে পেছন থেকে সরে যাচ্ছে। আবার দেখবেন কোন সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে সাদীতে আপনাকে কতরকম ধান্দা দেখিয়ে অনুষ্ঠানের দিন নেই। এখন আপনার প্রয়োজনে তাদেরকে হাত পা ছুয়ে ক্ষমা সহ কত ভুলি ভুলাতে হয়। আসলে এসব লোকদের সমাজে গ্রহণযোগ্যতা নেই বললেই নয়। অথচ এদের ভাব-সাফ দেখলে মনে হবে তাদের ছেয়ে সামাজিক লোক আর কেউ নেই। আপনাদের মতো সামাজিক ব্যক্তিরা এসব স্বার্থপর ব্যক্তিদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এদের কথায় কান দেয়াই ভাল। যেকোন বিষয়ে চিন্তা চেতনা আর বিবেক দিয়ে কাছ করবেন। যেমন আছেন তা ধরে রাখার চেষ্ঠা করবেন। কারো প্রলোভনে সহজে পা দিবেন না। না হলে……….।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *