গাজীপুরে ‘ইউনিকস মেধা বৃত্তি পরীক্ষা ২০১৪ এর ফলাফল প্রকাশ

বিজ্ঞপ্তি :চুনারুঘাট উপজেলাধীন গাজীপুরের ইউনাইটেড ক্রীড়া সংস্থা (ইউনিকস) মেধা পরিকল্পনাধীন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৪ এর ফলাফল প্রকাশ উপলক্ষে এক সভা গত শনিবার সকালে গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান মো আব্দুল মালেক বি এস সি। উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান মাস্টার এম এ মালেক, পরীক্ষা নিয়ন্ত্রক মো ইদ্রিছ আলী, ইউনিকস সভাপতি মাস্টার কাজী আব্দুল মান্নান মোহাম্মদ মহসীন মান্না ও সাধারণ সম্পাদক মাস্টার মাহমুদুর রহমান। সভায় উক্ত বৃত্তি পরীক্ষার বিভিন্ন দিক পর্যালোচনা শেষে পরীক্ষা নিয়ন্ত্রক মো ইদ্রিছ আলী নিম্নের ফলাফল ঘোষনা করেন। এতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৫ জনের রোল নং হল মেধাক্রমে-৪৩৭, ৪৬৮, ৪৮০, ৪৬৭ ও ৫০১. সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ১৫ জনের রোল নং হল যথাক্রমে- ৫১৪, ৫০০, ৫১৫, ৪৮১, ৪৪৬, ৪৫৭, ৫২০, ৪৬৪, ৪৭৯, ৫১৬, ৪৯৭, ৪৪৯, ৫১০, ৪৯৩, ৫২৫. উল্লেখ্য, গত ২০ নভেম্বর গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত বৃত্তি পরীক্ষায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের  ৫ম শ্রেণির ৯৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। গত ২৭ নভেম্বর শনিবার সকাল ১০ টায় সৌদী আরব প্রবাসী উছমানপুর গ্রামের প্রাক্তন ক্রিকেটার  মোঃ জালাল আহমেদ এর অর্থায়নে ওই বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ এককালীন চেক ও সনদ পত্র প্রদান করা হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *