টাকা দিলেই এখন পাওয়া যায় নানা জাতের এ্যওয়ার্ড

স্টাফ রিপোর্টার : সমাজসেবা কিংবা মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য নয়-টাকা দিলেই পাওয়া যাচ্ছে নানান জাতের এ্যওয়ার্ড। এ ধরনের এ্যওয়ার্ড এখন দেয়া হচ্ছে সদ্য প্রতিষ্ঠিত কয়েকটি সংস্থা থেকে। সেই সংস্থার পক্ষ থেকে চিঠি প্রেরন করার পর ‘ইয়েস’ বললেই জানিয়ে দেয়া হয় কোথা থেকে গ্রহন করতে হবে সেই স্বপ্নের এ্যওয়ার্ড। ঢাকার বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে বিগত ৬ মাসে দেশের বিভিন্ন চেয়ারম্যানের হাতে কয়েক’শ এ্যওয়ার্ড তুলে দেয়া হয়েছে। আর এসব এ্যওয়ার্ড গ্রহন করে সেই চেয়ারম্যানরা নিজের আত্মাকে শান্তি দিচ্ছেন। প্রচার করছেন ‘সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় তিনি পুরস্কৃত হয়েছেন..। শুধু তাই নয়, অতি সম্প্রতি সাংবাদিকদেরকে এ্যওয়ার্ড গ্রহন করতে পত্র চালাচালি চলছে। খোজ নিয়ে জানা গেছে, সারা দেশের ন্যায় হবিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন   পরিষদের প্রায় ৩০/৩৫ জন চেয়ারম্যান স্বর্ন পদকসহ নানা এ্যওয়ার্ড গ্রহন করেছেন। চুনারুঘাটের বেশ কয়েকজন চেয়ারম্যানও এনেছেন সেই এ্যওয়ার্ড। গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম ‘জীবনের জন্য জীবন ফাউন্ডেশন’ থেকে পেয়েছেন, মাদার তেঁরেশা পার্সোনালিটি সাইনিং এ্যওয়ার্ড। এমনি ভাবে ‘বঙ্গবীর উসমানী স্মৃতিপদক পেয়েছেন রানীগাও ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ও মিরাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী। ইদানিং ‘একুশে মিডিয়া ফাউন্ডেশন’ এবং আরো কয়েকটি ফাউন্ডেশন থেকে অনুরূপ এ্যওয়ার্ড প্রদানের ঘোষনা দেয়া হয়েছে। ওই প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যেই পত্র প্রেরন করা হয়েছে সারা দেশের চেয়ারম্যানদের কাছে। সে চিঠি পৌছেছে চুনারুঘাটের চেয়ারম্যানদের হাতে। এ ব্যপারে চুনারুঘাটের আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধূরী সনজু বলেন, এ ধরনের পুরস্কার গ্রহন করতে প্রতি মাসে তার কাছে ৩ থেকে ৪ টি পত্র আসে। চার কালারে মুদ্রিত ওই চিঠির কোনটিতে ৫ থেকে ১০ হাজার টাকা প্রদান করে নাম রেজিস্ট্রি করার তাগিদ দেয়া হয়। এমনকি মোবাইলে নাম রেজিস্ট্রি করতে অনুরোধ করা হয়। আর স্বর্ন পদক হলে দিতে হয় ২৫ হাজার টাকা। তিনি বলেন, সমাজ সেবায় সত্যিকারের অবদান রাখলে টাকা দিয়ে এ্যওয়ার্ড গ্রহন করতে হবে – এমন কথা তার মাথায় ঢুকে না। এদিকে চুনারুঘাটের এক সাংবাদিক বলেন, তার কাছে কয়েকদিন আগে বেশ কয়েকটি পত্র এসেছে সেরা সাংবাদিক’র এ্যওয়ার্ড গ্রহনের জন্য। তার কাছে প্রেরিত চিঠিতে টাকার প্রদানের পরিমান ছিল ২৫ হাজার টাকা। পরে সে বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জানিয়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন, মাদার তেঁরেশা সাইনিং এ্যওয়ার্ড প্রদানের একটি অনুষ্ঠানে তার প্রবেশের সুভাগ্য হয়েছিল। অনুষ্ঠানটি হচ্ছিল ঢাকার একটি নিভৃত হোটেলে। সেই হোটেলটি একদিনের জন্য ৪০ হাজার টাকায় ভাড়া নেয়া হয়েছিল। অনুষ্ঠানে বেশ কয়েকজন অতিথি ছিলেন যারা জাতীয় পর্যায়ে পরিচিত। তবে এতোবড় অনুষ্ঠাানে ঢাকার কোন সাংবাদিককে দেখা যায় নি। স্থানীয় পর্যায়ের কয়েকজন লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুরস্কার প্রাপ্ত চেয়ারম্যানদের ছবি ছাপানোর কথা বলে ২/৩ শ করে টাকা সংগ্রহ করছিল। তবে এখনো জানা যায়নি সেই ছবি কোন পত্রিকায় প্রকাশিত হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *