মিরাশী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী তহসিলদারের কান্ড

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নে ভূমি অফিসে উপ-সহকারী তহসিলদারের একচ্ছত্র আধিপত্য চলছে। তার কথার বাহিরে গেলে ওই গ্রাহককে দিনের পর দিন ভোগান্তির শিকার হয়ে বাড়িতে ফিরতে হয়। নাম প্রকাশ না করার শর্তে মিরাশী ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, জনৈক আবিদ মিয়া দীর্ঘদিন যাবৎ উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে কাজ করেছেন। সেখান থেকে তিনি মোটা অংকের টাকা খরচ করে মিরাশী ইউনিয়ন ভূমি অফিসে বদলী হয়ে আসেন। শহরের আড়ালে খোয়াই আদর্শ গ্রামে অফিসটি অবস্থিত  হওয়ার কারনে তিনি সার্বক্ষনিক থাকেন লোক চক্ষুর আড়ালে। তিনি নামজারী বাবত ৩ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করেন। ১ শতক ভূমি খাজনা মওকুপ হলেও তিনি আদায় করছেন হরহামেশা। ২ থেকে ৬ টাকার রসিদ লিখে গ্রাহকের কাছ থেকে আদায় করছেন ৫/৬শ টাকা। চুক্তির মাধ্যমেও তিনি নামজারী দিয়ে থাকেন। পরবর্তীতে নামজারী বাতিলের অভিযোগ রয়েছে আবিদের বিরুদ্ধে। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর ভাতিজা পরিচয় দিয়ে চলছে ওই অফিসের পিয়ন। তিনি সকল কাজের হিসাবধারী। এমন পরিস্থিতিতে গ্রাহক সাধারন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিকার চেয়ে কোন দপ্তরে ফল না পাওয়া অনেকেই হতাশ। বিষয়টি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সরেজমিনে তদন্তের আবেদন জানিয়েছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *