Monthly Archives: October 2014

বাহুবলে পূত্রবধূকে পিঠিয়ে আহত করল শ্বশুর

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাশী গ্রামে শ্বশুর ও ভাসুরের পিটুনিতে রক্তাক্ত হয়েছেন দুবাই প্রবাসীর স্ত্রী মনি আক্তার (২২)। গুরুতর আহত অবস্থায় মনি আক্তারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, লামাতাশী গ্রামের তৈয়ব আলীর পুত্র জামাল মিয়া দুবাই থাকাকালে একই গ্রামের ধনাই মিয়ার কন্যা মনি আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। প্রায় ৩ বছর পূর্বে তিনি বাড়িতে এসে মনি আক্তাকে বিয়ে করার জন্য তার পরিবারের লোকজনদের চাপ সৃষ্টি করেন। কিন্তু মনি আক্তারের সাথে জামালের বিয়েতে রাজি হয়নি জামালের পরিবার। এক পর্যায়ে জামাল মা-বাবার অমতে মনি আক্তাকে বিয়ে করেন। বিয়ের পর এলাকার মুরুব্বীয়ানদের মাধ্যমে মনি আক্তারকে বাড়িতে তুলেন। এরপর থেকে জামাল মিয়ার পরিবারের লোকজন মনি আক্তারকে নানাভাবে ...

মাধবপুরে পিতা-পুত্র গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ওয়ারেন্টের আসামী পিতা-পুত্রকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ভাটি সুন্দরপুর গ্রামের ফারুক মিয়া (৪০) ও তার ছেলে পলাশ মিয়া (২২)। পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে থানার এসআই মোজাফ্ফর উপজেলার ভাটি সুন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে দু’টি মামলার ওয়ারেন্ট রয়েছে।

বাহুবলে পোনা মাছ অবমুক্ত করলেন এমপি কেয়া চৌধুরী

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ সিলেট সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, পোনা মাছ নিধনে আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক শ্রেণীর মুনাফা লোভীরা তা আহরণ করছে। মাছ চাষে ভাগ্যের পরিবর্তন ও দরিদ্রতা দুরিকরণ সম্ভব। তবে অলসতার কারণে অনেকেই দরিদ্রতার জ্বালে আটকা আছেন। তাই তিনি সকলকে মাছ চাষে মনোযোগী হওয়ার আহবান জানান। তিনি শনিবার বিকেল ৪টার দিকে বাহুবল উপজেলার দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসার পুকুরে রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী, মৎস্য অফিসার মীর আফতাব হোসাইন, মেম্বার সফিকুল ইসলাম, সোহাগ মৎস্য খামারের পরিচালক আঃ সালাম, ওয়ার্ড সভাপতি সুখ আলী,  আঃ আলী, আবুল কালাম, সাইফুল ইসলাম লিটন, ...

হবিগঞ্জে নবজতাক চুরিকালে শিশু আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি করে নিয়ে যাওয়ার সময় এক পাচারকারী শিশুকে আটক করেছে জনতা। আটককৃত শিশু হলো লাখাই উপজেলার বুল্লা গ্রামের আব্দাল মিয়ার কন্যা রুমা আক্তার (১০)। স্থানীয়রা জানান,  শনিবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুনারুঘাট উপজেলার গাজিগঞ্জ গ্রামের হাজেরা পারভীনের নবজাতক শিশু নিয়ে পালিয়ে যাবার সময় রুমা আক্তার (১০) নামে এক শিশু স্থানীয় জনতার হাতে আটক হয়। পরে তাকে গণধোলাই দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়েছে।থানায় জিজ্ঞাসাবাদে রুমা জানায়, মরিয়ম ও এমা নামে দুই মহিলা তাকে দিয়ে বিভিন্নস্থান থেকে শিশু এনে দেয়ার প্রস্তাব দেয় এবং তাকে অনেক টাকা দিবে বলে জানায়। অভাব অনটনের কথা চিন্তা করে রুমা তাদের প্রস্তাবে রাজি হয়। শনিবার ...

বাংলাদেশি হাজিদের দুর্ভোগ চরমে

সৌদিআরব প্রতিনিধি: পবিত্র হজ পালন শেষে জেদ্দা থেকে বাংলাদেশ ফেরার পথে বাংলাদেশ বিমানের শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বাংলাদেশি হাজিরা।গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার হাজী নাহীন আহমেদ মমতাজী। সৌদি আরব সময় ১১ অক্টোবর রাত ৯টায় বিজি ৮০২০ ফ্লাইটে ঢাকা যাওয়ার উদ্দেশে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে আসেন দুপুর ২টার দিকে উপস্থিত হন।তিনি এ প্রতিনিধিকে জানান, রাত ৯টায় বিজি ৮০২০ বিমান ছাড়ার নির্ধারিত সময় থাকলেও পরে জানানো হয়েছে রাত১১টার আগে ছাড়বে না। ১১টার ফ্লাইটের ইমিগ্রেশন এখনো হয়নি।তিনি আরও বলেন, দুঃখজনক ব্যাপার ৮-১০ঘণ্টা পূর্বে আমাদেরকে বিমানবন্দরে এনে রাখা হয়েছে ৮/১০ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। মমতাজী বলেন, সৌদি এয়ারলাইন্স যথাসময়ে ফ্লাইট করতে পারলে বিমানের সমস্যা কোথায়?অপেক্ষামান আরেক হাজি সামসুল ইসলাম বলেন, শুধুমাত্র ব্যবস্থাপনার ...

দুবাইয়ে সাড়ে ৪ হাজার বাংলাদেশি বিপাকে

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সিস্টেম কোম্পানির মালিক পালিয়ে যাওয়ায় প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি শ্রমিক বিপাকে পড়েছেন। কোম্পানিতে পাকিস্তানি, ভারত, বাংলাদেশিসহ প্রায় ১৮ হাজার শ্রমিক কাজ করেন। তাদের অনেকেই দুবাই সোনাপুর ক্যাম্পে আছেন। ওই কোম্পানির মালিক লেবাননের। কোম্পানিতে কর্মরত শ্রমিকেরা জানান, মালিকপক্ষ গত তিন মাস ধরে কোনো বেতন দেয়নি। মালিক পালিয়ে যাওয়ায় এখন দুবাই লেবার অফিস থেকে বলা হয়েছে, যারা দেশে চলে যেতে চায়, তাদেরকে ৩ হাজার ইউএই দিরহাম ও বিমানের টিকেট দেওয়া হবে। আর যারা থাকবে তাদেরকে অন্য কোম্পানিতে কাজ করার অনুমতি দেওয়া হবে।সূত্র:শীর্ষ নিউজ

সিলেটে মাইক্রোবাস চাপায় নিহত-২

সিলেটের কানাইঘাট উপজেলার সড়কেরবাজারে মাইক্রোবাসের চাপায় দুই পথচারী নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ফারুক আহমদ (২৫) উপজেলার সর্দারমাটি গ্রামের মৃত শরিফ উদ্দিন ও আমির হোসেন (৫০) একই গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনন নমসুত্র ধর ও কাশফুল নামে আরও দুই পথচারী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কেরবাজারে একটি মাইক্রোবাস (সিলেট চ-১১-০১৭৬) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া চার পথচারীকে ধাক্কা দেয়। এতে চার পথচারীই গাড়ির নীচে পড়ে যান। পরে স্থানীয় জনতা গাড়ি উল্টিয়ে আহতদের উদ্ধার করে। ঘটনাস্থলে ফারুক আহমদ মারা যান। এছাড়া আহতদের ওসমানী হাসপ‍াতালে নিয়ে যাওয়ার পথে আমির হোসেনও মারা যান বলে তারা জানান। সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ...

সিলেটে গাঁজাসহ যুবক আটক

সিলেট প্রতিনিধি:সিলেটে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার রেলস্টেশন এলাকা থেকে গাঁজাসহ ইসমাইল হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।শনিবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যটেলিয়নের (র‌্যাব-৯) একটি টহল দল ওই যুবককে আটক করে।ইসমাইল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাদেগাঁও গ্রামের এবাদ আলীর ছেলে।র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক যুবকের কাছ থেকে একটি লাল কাপড়ের ব্যাগে মোড়ানো দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

২-০ গোলে ব্রাজিলের জয়

দিয়েগো তারদেল্লির জোড়া গোলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেলো ব্রাজিল। ম্যাচের ২৭ মিনিট এবং ৬৪ মিনিটে ব্রজিলের হয়ে দুটি গোল করেন তারদেল্লি। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথম দিকে আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের প্রথম দিকে আর্জেন্টিনার আক্রমন রুখতেই ব্যস্ত ছিলো ব্রাজিলিয়ানরা। কিন্তু সময় বাড়ার সাথে সাথে ভালোভাবেই ম্যাচে ফিরে ব্রাজিল। এর প্রেক্ষিতেই ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় নেইমাররা। আর্জেন্টিনা ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যান ফাকায় দাড়িয়ে থাকা তারদেল্লি। প্রতিপক্ষের ডি-বক্সের ফিরতে বল পেয়ে গেলে তা জালে জড়াতে ভুল করেননি তিনি। দারুণ নিচু এক শটে ব্রাজিলকে ১-০ গোলের লিড এনে দেন তারদেল্লি। এরপর ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি মিস করেন মেসি। ফলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রজিল। বিরতি থেকে ফিরে ...

বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ এই সিরিজে তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২৫ অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুদলের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রাথমিক দল: তামিম ইকবাল, শামসুর রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, শুভাগত হোম, মাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, সাকলাইন সজিব, আল আমিন হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, রবিউল ইসলাম, সাহাদাত হোসেন, এনামুল হক বিজয়, মো. মিঠুন, লিটন কুমার দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, মুক্তার আলী, মো. শহীদ, ইলিয়াস সানি, আব্দুর রাজ্জাক, মার্শাল আইয়ুব ...

চুনারুঘাটে পৃথক দুটি খুন ॥ ৩ জন গ্রেফতার

চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে দুবাউড়া গ্রামে চাচার শাবুলের আঘাতে শুক্রবার রাতে ভাতিজা নজরুল ইসলাম (২৩), অপরদিকে গতকাল শনিবার সকালে চান্দপুর বস্তি গ্রামে চাচার হাতে ভাতিজা রফিক মিয়া (৩০) খুন হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, পূর্বশত্র“তার জেরধরে চাচা আব্দুল কাদির ও আব্দুল আউয়াল ও তার ছেলে ইব্রাহিম একই এলাকার আঃ হামিদের ছেলে নজরুলকে তাদের বাড়িতে ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে শাবুল দিয়ে মারপিট করে শ্বাসরুদ্ধ করে খুন করে। পরে নজরুলের মৃত দেহ রাতে ভর গুম করার চেষ্টা করে ব্যর্থ হলে সকালে লোক চুর নজরে আসে। পরে স্থায়ীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ সকাল ১১ টায় নজরুলের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এছাড়া চান্দপুর বস্তি গ্রামে জমি সংক্রান্ত ...

আজমারেন শুভ জন্মদিন পালিত

বিজ্ঞপ্তি ॥ নাহিদুল ইসলাম আজমান এর ১ম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলে গত শুক্রবার চুনারুঘাট উপজেলা দনি নরপতি নানার বাড়িতে মিলাত মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। আজমান এর বাবা হবিগঞ্জ জেলা মহৎ অফিসের অফিস সহকারী মোঃ কছির মিয়া ও মা মোছাঃ জেছমিন আক্তার খন্দাকার। এতে উপস্থিত ছিলেন চিকিসিৎক, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ অপস্থিত ছিলেন। আজমান সকলের দোয়া প্রার্থী।

চুনারুঘাট পৌর মেয়র মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন

চুনারুঘাট পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর চুনারুঘাট ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা শেষে বড়াইল গ্রামস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় সিলেট সিটি করর্পোরেশনের মেয়র এম আরিফুল হকসহ সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযার পূর্বে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, পৌর মেয়র মোহাম্মদ আলীর অকাল মৃত্যুতে সিলেট বাসী একজন দ ও গুনি লোককে হারালো। সে ছিল একজন জন দরদী ও সংগঠক। তার রাজনৈতিক জীবন অত্যান্ত কল্যাণকর। গণতন্ত্র পূনঃরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখ করার মত। তিনি বলেন, জানাযার নামাজে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়েছে। এতেই প্রমাণ করে মোহাম্মদ আলী ...

সাপ্তাহিক প্রথম সেবার শোক প্রকাশ

চুনারুঘাট পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর মৃত্যুতে সাপ্তাহিক প্রথম সেবা পরিবার গভীর শোক প্রকাশ করেছে। পৌর মেয়রের মৃত্যুতে সাপ্তাহিক প্রথম সেবা পরিবার একজন বন্ধু অভিভাবক হরিয়েছে। অকাল এ মৃত্যুতে প্রথম সেবার সম্পাদক মন্ডলীর সভাপতি শাহ সাদেক মিয়া,সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুল ইসলাম ও কম্পিউটার ইনচার্জ মোঃ কালাম ও মোঃ শিফন খান,সুখদেব নাথ ও স্টাফ রিপোর্টার মোঃ খন্দকার আলাউদ্দিন সহ সকল কর্মকতা ও কর্মচারী শোক সমবেদনা জানিয়েছেন ও আত্মার মাগফেরাত কামনা করছি।

কুলাউড়ায় ৩ ডাকাত আটক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার সকাল ১১টার দিকে ডাকাতদের কুলাউড়া থানায় আনা হয়। আটকরা হলেন- তারেক মিয়া (৩৩), কবির আহমদ (৩০), সাদর মিয়া (২৯)। তাদের বাড়ি সিলেটের সুনামগঞ্জ ও কুলাউড়া উপজেলায়। স্থানীয়রা জানায়, ভোরে জয়চণ্ডি ইউনিয়নের কামারকান্দি গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছেল। এ সময় এলাকার লোকজন টের পেয়ে তাদের আটক করে গণপিটুনি দিয়ে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে পুলিশ তাদের আটক করে। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আকলিমা আক্তার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।

বাহুবল মডেল প্রেসক্লাব-এর আহ্বায়ক কমিটি

নিজস্ব প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বাহুবল মডেল প্রেস ক্লাব-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নূরুল ইসলাম মনিকে আহ্বায়ক এবং সমুজ আলী রানা ও এমএ জব্বার ফুল মিয়াকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ কমিটি আগামী এক মাসের মধ্যে ক্লাব-এর নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করবে। শুক্রবার বিকেল ৫টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। ক্লাবের বিদায়ী সভাপতি নূরুল ইসলাম নূর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন-এর পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নূরুল আমিন, আব্দুল আওয়াল তহবিলদার সবুজ, নূরুল ইসলাম মনি, জাবেদ আলী, সমুজ আলী রানা, এম.এ জব্বার ফুল মিয়া, পংকজ কান্তি গোপ টিটু, অভিজিৎ ভট্টাচার্য্য, আজিজুল হক সানু, শাহ রাসেল আহেমদ, আব্দুল হান্নান রেনু, এফআর হারিছ, সাইফুর রহমান ...

১০ গ্রামের সংঘর্ষে আহত ২ শতাধিক

এটিএম সালাম, নবীগঞ্জ(হবিগঞ্জ)হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী বাজারে সিএনজির বকেয়া ভাড়া আদায়কে কেন্দ্র করে ১০ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে পুলিশসহ দুইশতাধিক লোক আহত হয়েছেন। শুক্রবার দুপুরে  উপজেলার ইমামবাড়ী বাজারে ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ ১৭০ রাউন্ড রাবার বুলেট, ১৭ রাউন্ড টিয়াল সেল নিক্ষেপ করেছেন। এসময় ইমামবাড়ী বাজার রণক্ষেত্রে পরিনত হয়। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে  পরিস্থিতি স্বাভাবিক করেন। সংর্ষষের পর বাজারে দাঙ্গা পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে বাজারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আবারো যে কোন সময় সংঘর্ষের আশংকায় রয়েছেন সাধারন মানুষ। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও ...

জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অসুস্থ

সিলেট) প্রতিনিধি : সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইকবাল আহমদ ঢাকায় সফরকালে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে রাজধানীর জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।চিকিৎসতরা তাকে ২৪ ঘন্টার পর্যবেক্ষনে রেখেছেন।তার অসুস্থতার খবর শুনে বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকবাংলো প্রাঙ্গনে জকিগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি-সাবেক কাউন্সিলর আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শাকুরের পরিচালনায় দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের সভাপতি ময়নুর রাজা মানিক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালিক আনসারী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সাগর, জকিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান মেম্বার, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল আহমদ, আব্দুল গফুর, আলী ...